উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় মাটির ড্রামট্রাক-অটোভ্যান সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়। গত রোববার বেলা ১টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকায় বালুবাহী ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আব্দুল মান্নান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন ভ্যানে থাকা অপর ৩ যাত্রী। এদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মান্নান উপজেলার রতন কাওয়াক গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। গুরুতর আহত হলেন উপজেলার হেমন্তবাড়ি গ্রামের আন্না খাতুন (২৬) ও শামীরা খাতুন (২৭) এবং অপর জনের নাম জান যায়নি। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘাতক ট্রাকটি আটক করেছেন। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।