শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে দুলাল মল্লিক(৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।
এলাকাবাসী ও নিহতর পারিবারিক সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কৈজুরী ইউনিয়নের ব্যাপারী গোষ্ঠী ও মল্লিক গোষ্ঠীর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
জমিজমা সংক্রান্ত এ পুর্ব বিরোধ মিমাংসার জন্য শনিবার দুপুরে উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে একটি শালিস বৈঠকে দুই পক্ষের মধ্যে কথাকাটির একপর্যায়ে হামলা মারপিটের ঘটনা ঘটে। এ সময় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকনের নির্দেশে তার লোকজন দুলালের উপর হামলা চালিয়ে মারপিট করলে দুলাল(৫৫) গুরুতর আহত হয় পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহতর পরিবারের লোকজন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকনকে দায়ী করেন।
তবে, চেয়ারম্যান খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে।
এব্যাপারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশ ময়নাতদন্তর পর রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।