সদরসিরাজগঞ্জ

এমপি মুন্না’র আর্শীবাদ চাইলেন নৃত্য বিভাগীয় দ্বিতীয় শাহনেওয়াজ

সিরাজগঞ্জের বিশিষ্ট নৃত্য শিল্পী শাহনেওয়াজ মিন্টু সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না’র সাক্ষাৎ করে তার আর্শীবাদ চাইলেন।  শাহনেওয়াজ রাজশাহী বিভাগে নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারের পদক এমপি মুন্নার হাতে তুলে দেন। তিনি সিরাজগঞ্জের কৃতি সন্তান।  ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করে।  তার পিতা বোম্বের জনপ্রিয় অভিনেতা প্রয়াত আব্দুল বারী খান ছিলেন আওয়ামী পরিবারের সন্তান।

 শাহনেওয়াজ তার পিতার অনুপ্রেরণার ও উৎসাহে সাংস্কৃতিক জগতে নিত্যশিল্পী  হওয়ার লক্ষ্য ও  উদ্দেশ্য নিয়ে কাজ করছিলেন । সাধারন গরীব ঘরের ছেলে শাহনেওয়াজ এর নিত্যসঙ্গী দারিদ্র্যতা। কিন্ত নৃত্য শিল্পী হওয়ার পথে দারিদ্রতাকে বাধা হতে দেননি শাহনেওয়াজ। ি

ব্যক্তিগত জীবকনে তিনি অফিস সহকারী হিসেবে চাকরির পাশাপাশি নৃত্যর জন্য সময় বের করেন। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মডার্ণ ড্যান্স একাডেমির বি এ কলেজ রোডস্থ ওস্তাদ মিস্টার বজল শেখ এর শিক্ষার্থী। আর দশজন সাধারন মানুষের মত তার জীবনটার উখান পতনের কাহিনী রয়েছে। শাহনেওয়াজ এর বিশ্বাস  সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হল সুস্থ সাংস্কৃতিক চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button