সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বেলকুচি পৌর মেয়রসহ ১৭ নেতা কর্মীর জামিন দিয়েছে আদালত। বেলকুচি থানা আমলি আদালতে আসামিরা জামিনের আবেদন করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিল্লাল হোসাইন তাদের জামিন মঞ্জুর করেন। এ দিকে সংঘর্ষে গুরুতর আহত শিপন আহম্মেদ চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির না হতে পারায় তার জামিন না মঞ্জুর করেন।
গতকাল সোমবার, ১৫ মে, দুপুরে জামিনের বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের অ্যাডভোকেট আসিফ আজাদ রাতুল। উল্লেখ্য, গত শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই রাতেই ১৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০ জনকে আসামি করে পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল-আমিন সরকার থানায় মামলা দায়ের করেন।