স্টাফ রিপোর্টার : শাহজাদপুরের বড়াল নদীতে মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ ড. মযহারুল ইসলাম স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম।
লীগ ভিত্তিক এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, বাঘাবাড়ী নৌ বন্দরের লেবার হ্যান্ডেলিং ঠিকাদার আব্দুস সালাম ব্যাপারি, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, রুপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মোল্লা প্রমুখ। দীর্ঘ ১০ বছর পর বাঘাবাড়ী বড়াল নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হলো। নৌকাবাইচ প্রতিযোগিতা হাজার হাজার মানুষ উপভোগ করে। সিরাজগঞ্জ ও পাবনা জেলা থেকে প্রায় ২৪টি নৌকা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।