রায়গঞ্জসিরাজগঞ্জ

দীর্ঘ ৩৩ বছর ধরে পত্রিকা বিক্রি করেই চলছে  জহুরুলের সংসার

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জে এখন কনকনে ঠান্ডা। সেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে পত্রিকা পাঠকদের কথা চিন্তা করেই কাকডাকা ভোরে পত্রিকা পাঠকদের সামনে প্রতিদিনই হাজির হচ্ছেন সিরাজগঞ্জ সদর শিয়ালকোল গ্রামের পত্রিকা বিক্রেতা মো. জহুরুল ইসলাম।

সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার এলাকায় পত্রিকা বিক্রেতা মো. জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এজেন্সির মাধ্যমে ভোরবেলা সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা থেকে পত্রিকা সংগ্রহ করে জেলা সদর চন্ডিদাসগাতী, বাজার ভদ্রঘাট, আলোমপুর সহ সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী, কৃস্নদিয়া ও কালিঞ্জা এলাকার পাঠকদের হাতে হাতে পৌছে দিচ্ছেন তিনি। তবে এখন আর আগের মত পত্রিকা চলে না। সবাই ব্যস্ত স্মার্ট মোবাইল নিয়ে। তারপরেও থেমে নেই পত্রিকা বিক্রি। স্মার্ট ফোনের প্রভাবের মাঝে এখনও কিছু পাঠক পড়ে সংবাদপত্র। পড়ে সাপ্তাহিক ও বিভিন্ন সাময়িকী। পুরাতন পত্রিকার সঙ্গে  যোগ হচ্ছে নতুন নতুন পত্রিকা। পাঠক নিচ্ছে যে যার পছন্দের পত্রিকা। পাঠকদের চাহিদার কথা চিন্তা করে প্রায় সব ধরনের পত্রিকাই সংগ্রহে রাখছেন বলে জানান পত্রিকা বিক্রেতা মো. জহুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button