সিরাজগঞ্জে পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। দৈনিক কালেরকণ্ঠ ও বিডিনিউজ’র জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোর’র স্টাফ রিপোর্টার হীরক গুণ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম তফিজ উদ্দিন, দৈনিক করতোয়া ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, করতোয়ার কাজিপুর প্রতিনিধি আবদুল জলিল, সলঙ্গা প্রতিনিধি কোরবান আলী, করতোয়ার রায়গঞ্জ প্রতিনিধি রুহুল আমিন বকুল, বেলকুচি প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাভিশন এর হারুনর রশীদ খান হাসান, জিটিভি ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক কালবেলার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, নিউনেশন’র স্টাফ রিপোর্টার সেলিম রেজা, ভোরের ডাক’র স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি নওশাদ আহমেদ, এখন টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, দেশ টিভির সায়েম উদ্দিন, আরটিভির জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন চন্দ্র দাস, সাংবাদিক মান্না রায়হান, রফিকুল ইসলাম প্রমুখ।