সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার পরিচ্ছন্নকর্মি মদন রবিদাসকে হত্যাকারির ফাঁসি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে মানব বন্ধন করেছে সিরাজগঞ্জ দলিত ও হরিজন সম্প্রদায়।
গতকজাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাব মোড়, চৌরাস্তায় আয়োজিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিডিইআরএ সভাপতি কুন্ডল রবিদাসের।
এসময় কর্মসূচিকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, জেলাপূজা উদযাপন পরিষদেও সভাপতি সন্তোষ কানু, ,জেলা আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, তৃণমূল হরিজন ঐক্য পরিষদের সভাপতি বিরেন দাস, হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা সভাপতি অশোক ব্যানার্জী, কেন্দ্রীয় হরিজন নেতা রতন বাসফোর, বিডিইআরএম কেন্দ্রীয় নেতা অনিল রবিদাস, জেলা রবিদাস ফোরামের সভাপতি বাবলু রবিদাস ভুট্টা, হিন্দু মহাজোট নেতা সন্তোষ মাহাতো, মদন রবিদাসের স্ত্রী দুলালী রানী ও ভাই শংকর রবিদাস প্রমূখ। এসময় মদন রবিদাসের হত্যার সাথে জড়িত গ্রেপ্তারকৃত আব্দুস সালামের ফাঁিস, মদন রবিদাসের স্ত্রী সন্তানদের পুর্নবাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়।