আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন পরিবেশের খাদ্য হিসেবে গাছ উপহার দিতে দ্বিতীয়বারের মতো ‘ পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২২’প্রতিযোগিতার ভিত্তিতে প্রদান করেছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো দেশব্যাপী গাছ লাগানোর প্রতিযোগিতার আয়োজন করে।
শনিবার (৮ অক্টোবর) রাতে সিলেট নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২২’প্রদানের মাধ্যমে এই কর্মসূচির সফল সমাপ্তি হয়।
এবার দেশ-বিদেশে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা দুইজন ব্যক্তি ও একটি সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সোশ্যাল ও ক্লাইমেট একটিভিস্ট এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২২ এর কি-নোট স্পিকার, জাতিসংঘের শিশু স্পিকার ও চাইলঅ্যান্ডডি এর ফাউন্ডার ফাতিহা আয়াত এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রাধিকারকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার একমাত্র এবং সর্বপ্রথম পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” কে ‘ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট’হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডের পাশাপাশি সকল সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলার উপদেষ্টা এবং ক্রাউন সিমেন্ট’র ডিস্ট্রিক্ট ইনচার্জ (সিলেট-সুনামগঞ্জ) ইকবাল হোসাইন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন) এম এ জলিল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমব্রেলার প্রতিষ্ঠাতা সভাপতি মো. বাদশা মিয়া। আগত অতিথির বক্তব্য রাখেন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” এর চেয়ারম্যান জনাব আশিক আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমব্রেলার উপদেষ্টা, হিউম্যানেটারিয়ান প্রফেশনাল এবং ডেনিশ রিফিউজি কাউন্সিল, কক্সবাজার, বাংলাদেশের টিম লিডার আতিক রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির অন্যতম কারণ বিশ্ব জলবায়ু পরিবর্তন। এটি একেবারে নির্মূল করা সম্ভব না হলেও পরিবেশের যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এর ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন) এম এ জলিল বলেন, দেশের ৩০টি জেলার পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আজ এক মঞ্চে দাঁড়িয়ে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার করছেন। এটা আমাদের জন্য অনেক আশার কথা। এবং আমি সিরাজগঞ্জ থেকে আসা সবুজ এবং পরিচ্ছন্ন সংগঠন কে সাধুবাদ জানাই কারন তারা পরিবেশের পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজও করে যাচ্ছে একই ধারাবাহিকতায়।
আমব্রেলার ফাউন্ডার ও সভাপতি মো. বাদশা মিয়া জানান, সম্প্রতি ভয়াবহ বন্যায় একটি বিষয় সকলের মনে দাগ কেটেছে যে, ‘মানুষ মানুষের জন্য’। এই ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন প্রান্তে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আমব্রেলা পরিবারের স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি সিরাজগঞ্জ থেকে পরিবেশবাদী সংগঠন ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ ও সিলেটের বন্যায় দুবার সহযোগিতা পাঠিয়েছিলেন এবং সিরাজগঞ্জ জেলার পাশাপাশি দেশের অনেক স্থানেই এই সংগঠনের সুনাম পাওয়া যায়। আমরা আমব্রেলা পরিবার “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” এর সার্বিক সফলতা কামনা করি।