“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িনো, বনার্ঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (৫ জুন) সকালে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে র্যালি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করে একই স্থানে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও জাতীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সুন্দর পরিবেশ পেতে ও এর সফলতা পেতে পরিবেশের উপর খুব গুরুত্ব আরোপ করছেন। এগিয়ে যাবে চিরজীবী বাংলাদেশ। তাই সময় মত প্রত্যেকে তিনটি করে গাছ লাগাতে হবে। বাড়ীর কোনে, পতিত জমিতে, রাস্তার ধারে, নদী, খাল, বিল পাড়ে ফাঁকাস্থানে আরও গাছ লাগাতে হবে। ছাদ কৃষিতে আরও সবাইকে উৎসাহিত হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ উন্নয়ন বিষয় জ্ঞান প্রচারণায় জ্ঞান প্রচারণায় বিশেষ অবদান রাখায় পরিবেশ সন্মাননা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।