সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নদ নদী খাল-বিল ও পরিবেশ রক্ষায় পিডাব্লিউডি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জে নদ নদী খাল-বিল ও পরিবেশ রক্ষায় প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাব্লিউডি)’র আয়োজনে এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এর সহযোগীতায় আলোচনা সভা সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়।

সোমবার ১২ জুন সন্ধায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগের সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, দৈনিক কালের কন্ঠ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, বাসদ নেতা নবকুমার কর্মকার, এফএনডি’র সভাপতি ও বেসরকারি সংস্থা শুক এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন,  প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাব্লিউডি)’র নির্বাহী পরিচালক- হুসনেয়ারা জলি,মানব উন্নয়ন সংস্থার সমন্বয়কারি মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় দৈনিক ভোরের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাক আহম্মেদ নওশাদ,দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি এসএম আহসান হাবিব মুন্না, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি এসএম আল আমিন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- প্রকৃতি ও পরিবেশ আজ বিপর্যয়ের পথে। এই সংকট বিশেষ কোন গোষ্ঠি দেশ বা জাতির নয়, সমগ্র মানব জাতির। প্রকৃতিক মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের ফলে বিপন্ন পরিবেশ। মানুষের বসবাসের উপযোগী বিশ^ গড়ার লক্ষ্যে চাই দুষণমুক্ত পরিবেশ। তাই বিশ^ ব্যপি পরিবেশ দুষণ রোধ ও পরিবেশ সংরক্ষনে আমাদেরকে কার্যকরি ভুমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন।  পরিবেশ সুরক্ষায় প্রয়োজন সচেতনতা। সচেতনতার  মাধ্যমে আমরা প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে পারি। এর ফলে বাঁচতে পৃথিবী বাঁচবে মানবজাতি। এ জন্য প্রয়োজন পরিবেশ বান্ধব চিন্তা চেতনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button