২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২০৪জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৯৯জন পরীক্ষায় উত্তীর্ণ ও এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ৪র্থ স্থান ও সিরাজগঞ্জ জেলায় ৫ম স্থান অধিকার করায় সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটি, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা আনন্দ র্যালি অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল ৩১ জুলাই, সোমবার সকাল ১১টায় আনন্দ র্যালি শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রাম সহ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি আছাদুজ্জামান এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য নুর আলম আকন্দ দুলাল, শাহাদত হোসেন, ওমর ফারুক ওয়াকার হোসেন বাবু, সহকারি শিক্ষক আব্দুস সালাম সেখ, লুৎফর রহমান, রাশেদা খাতুন, মুসলিমা খানম, হাফিজুর রহমান, আবু বক্কার সিদ্দিক, মোহাম্মদ শফিকুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, রুবেল হোসেন, শামীমা খাতুন সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও স্কুলের সকল শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
জানা যায়, ১৯৬৮ সালে তৎকালীন সাংসদ সৈয়দ হায়দার আলী তার পিতা সৈয়দ আকবর আলীর নামে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে চন্ডিদাসগাঁতী গ্রামে সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতার পর থেকে অত্র এলাকায় শিক্ষার আলো জ্বালিয়া আসছে এ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় সাড়ে ৯’শ শিক্ষার্থীরা পড়াশোনা করছে। বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি আছাদুজ্জামান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ তালুকদার এর পরিচালনায় সহকারি শিক্ষকরা সুন্দরভাবে সর্বক্ষণিক ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠদান করাচ্ছে।
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২০৪জন শিক্ষার্থীও মধ্যে ‘এ’ প্লাস ৬০ জন, ‘এ গ্রেড’ ৫৩জন, ‘এ মাইনাস’ ৩৬জন, ‘বি গ্রেড’ ৩৫ জন, ‘সি গ্রেড’ ১৫জন পেয়েছে। এবছর এ প্রতিষ্ঠানের পাশের হার ৯৮.৩১%। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪জন পাশ করেনি এবং ১জন অনুপস্থিত রয়েছিল। সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মেধা তালিকায় সদর উপজেলায় ৪র্থ স্থান ও জেলায় ৫ম স্থান অধিকার করায় শিয়ালকোল ইউনিয়নে সকল জনগণের প্রশংসায় ভ’ষিত হয়েছে সকল শিক্ষকরা।