তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২০ নভেম্বর, রোববার, দুপুর ১২টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মওলানা আব্দুস সোবহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন কলেজ্ এর অধ্যক্ষ অধ্যক্ষ মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
ফলাফলা ঘোষণার পর সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজ এর সকল বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।