রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু হাসপাতালের সাব সেন্টারটি পচিশ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এখানে নেই কোন ডাক্তার কর্মচারী ও প্রয়োজনীয় আসবাব পত্র। শুধু পড়ে আছে জরাজীর্ন ভবনটি। আশপাশের মানুষের সুবিধার্থে এখানে শুরু থেকে চলতো পশু চিকিৎসা বিষয়ক পরার্মশ ও কৃত্রিম প্রজনন সহ প্রাথমিক চিকিৎসা সুবিধা। একজন পশু চিকিৎসক সার্ভক্ষণিক সেবা দিত এখানে। প্রায় পঁচিশ বছর ধরে শুধু জরাজীর্ন ভবনটি ছাড়া এর কোন কিছুই নেই এখানে। হাসপাতালের একটি ঘর দেখে মনে হয় এটি একটি গোয়াল ঘর। সকালে উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব খানের সাথে কথা হলে তিনি জানান, এখানে প্রায় দুই যুগ ধরে হাসপাতালের কার্যক্রম একদম বন্ধ রয়েছে। ফলে পশু চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে শত শত মানুষ। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের সর্ণকার ব্যবসায়ী রামপদ কর্মকার বলেন, আমাদের এই বাজারে সরকারি দু’দুটা প্রতিষ্ঠান থাকা স্বত্ত্বেও আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এক সময় পশু হাসপাতালের সাব সেন্টারটিত চালু থাকা অবস্থায় সার্বক্ষণিক সেবা পাওয়া যেতো। কিন্তু দীর্ঘ প্রায় দুইযুগ ধরে রয়েছে সকল কার্যক্রম বন্ধ। অপরদিকে বাজারে অবস্থিত ভিএস কোয়াটার্টিরও একই অবস্থা। এ অবস্থায় জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান দু’টি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।
পরবর্তী দেখুন
4 days ago
সিরাজগঞ্জে বাবলা স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত
2 weeks ago
এনডিপি’র নির্বাহী পরিচালকের পক্ষ হতে ঈদ উপহার
3 weeks ago
দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন
3 weeks ago
উদ্যোক্তা আব্দুল মালেক এর দুগ্ধজাত পণ্যের সনদায়ন, বৈচিত্রায়ন ও তার সফলতার গল্প
3 weeks ago
উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close