রায়গঞ্জসিরাজগঞ্জ

দীর্ঘদিন ধরে বন্ধ রায়গঞ্জ সরকারি পশু হাসপাতাল

Eye Hospital Rajshahi

রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু হাসপাতালের সাব সেন্টারটি পচিশ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এখানে নেই কোন ডাক্তার কর্মচারী ও প্রয়োজনীয় আসবাব পত্র। শুধু পড়ে আছে জরাজীর্ন ভবনটি। আশপাশের মানুষের সুবিধার্থে এখানে শুরু থেকে চলতো পশু চিকিৎসা বিষয়ক পরার্মশ ও কৃত্রিম প্রজনন সহ প্রাথমিক চিকিৎসা সুবিধা। একজন পশু চিকিৎসক সার্ভক্ষণিক সেবা দিত এখানে। প্রায় পঁচিশ বছর ধরে শুধু জরাজীর্ন ভবনটি ছাড়া এর কোন কিছুই নেই এখানে। হাসপাতালের একটি ঘর দেখে মনে হয় এটি একটি গোয়াল ঘর। সকালে উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব খানের সাথে কথা হলে তিনি জানান, এখানে প্রায় দুই যুগ ধরে হাসপাতালের কার্যক্রম একদম বন্ধ রয়েছে। ফলে পশু চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে শত শত মানুষ। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের সর্ণকার ব্যবসায়ী রামপদ কর্মকার বলেন, আমাদের এই বাজারে সরকারি দু’দুটা প্রতিষ্ঠান থাকা স্বত্ত্বেও আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এক সময় পশু হাসপাতালের সাব সেন্টারটিত চালু থাকা অবস্থায় সার্বক্ষণিক সেবা পাওয়া যেতো। কিন্তু দীর্ঘ প্রায় দুইযুগ ধরে রয়েছে সকল কার্যক্রম বন্ধ। অপরদিকে বাজারে অবস্থিত ভিএস কোয়াটার্টিরও একই অবস্থা। এ অবস্থায় জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান দু’টি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button