রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জের বিভিন্ন এলাকার বেহাল গ্রামীণ সড়কগুলো

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কগুলো পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার রাঁমেশ্বারগাতী সড়ক, নাড়ুয়া সড়ক, আঙ্গারু সড়ক, পরিদপুর সড়ক, দেঘুরি গ্রামের সড়ক, বোয়ালিয়ারচর সড়ক, চাঁনপাড়ার সড়ক, মিরের দেউলমূড়া চঁকনুরর সড়ক সহ এ সব সড়কে একটু বৃস্টি হলেই চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। ধান উৎপাদনে বিখ্যাত এলাকার সড়কগুলো খারাপ হওয়ায় পণ্য পরিবহনে সমস্যায় পড়েন কৃষকসহ এলাকার জনসাধারণ। এ সব গ্রামীণ সড়কগুলো দিয়ে উপজেলার গ্রামপাঙ্গাসী, চঁকনুর, রামেশ্বার গাতী, মাটিকোড়া, কৃষ্নদিয়া, এরান্দহ, বোয়ালিয়ারচঁর, হাটকান্দা, তেঘুরি, পাঙ্গাসী, নাড়ুয়া, মনোহরপুর গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। জনগুরুত্বপূর্ণ এসব গ্রামীণ সড়কগুলো দিয়ে শুধু যাতায়াতের জন্যই নয় বরং প্রান্তিক পর্যায়ের শতাধিক কৃষকের জমিতে উৎপাতি ধানসহ বিভিন্ন ফসল পরিবহন ও উপজেলার হাট-বাজারে নিতেও এ সড়কগুলো ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু উক্ত সড়কগুলো পাকা না হওয়ায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলার রামেশ্বারগাতী গ্রামের মো. আনিছুর রহমান, মিরের দেউলমৃড়া গ্রামের, মো. রফিকুল ইসলাম ভূইয়া, গ্রামপাঙ্গাসী গ্রামের মো. আব্দুস সালাম ভূইয়াসহ একাধিক সচেতন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, জনস্বার্থে এলাকার গ্রামীণ কাঁচা সড়কগুলো অতি দ্রুত পাকা করা দরকার। এমতাবস্থায় উক্ত সড়কগুলো পাকা করার জন্য  সংশিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেন অত্র অঞ্চলের হাজার হাজার জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button