পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনাসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গত সোমবার, ৬ মার্চ, সকাল ১০ টায় জেলা প্রশাসনও পাট অধিদপ্তর সিরাজগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় কালেক্টোরেট চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিহত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মো. রায়হান কবীর।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর সিরাজগঞ্জের মূখ্য পাট পরিদর্শক মোছা. তারানা আফরোজ। সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সিরাজগঞ্জ মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন, জেলা প্রশাসক কার্য্যালয়ের সহকারী কমিশনার মো. রেদওয়ান আহমেদ রাফি, মোঃ ফজলে রাব্বী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাশেদ হোসাইন।