সোনালি আঁশ খ্যাত ফসল পাটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকেরা সোনালি আঁশের স্বপ্ন দেখছেন। অল্প খরচে কম সময়ে বেশি লাভের আশায় কৃষকদের পাট চাষের আগ্রহ বাড়ছে।
গত ৩ বছর যাবৎ পাটের দাম ভালো পাওয়ায় কৃষক পাট চাষ করে বেশ লাভবান হচ্ছেন। অনেক কৃষকই বলছেন পাট চাষিদের সুদিন ফিরেছে। সোনালি আঁশ পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন গ্রাম জমিতে লক্ষ্যমাত্রার চেয়েও ব্যাপকভাবে সোনালী আঁশের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশী ১২০ হেক্টর, তোষা ৫৭০ হেক্টর, কেনাফ ৮৬৫ হেক্টর ও মেস্তা জাতীয় পাট আবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে।
সরেজমিন উপজেলার পূর্নিমাগাঁতী, পঞ্চক্রোশী, দুর্গানগর, সলপ, হাটিকুমরুল, রড়হর ইউনিয়নের বোয়ালিয়া, পূর্বদেলুয়া, ব্রম্মকপালিয়া গ্রাম সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকের মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজের সমারোহ। চারিদিকে শুধু পাটক্ষেত। সামান্য বাতাসে দুলছে পাটের কচি ডগা।
উপজেলার বড়হর ইউনিয়নে পাগলা গ্রামের কৃষক এস এম নাসির উদ্দিন জানান, এ বছর ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। প্রতি বিঘা জমিতে পাট চাষ বাবদ বীজ, সার,কীটনাশক, পরিচর্যা ও আনুষঙ্গিক খরচসহ রোদে শুকিয়ে ঘরে তোলা পর্যন্ত খরচ হয় ১৩ থেকে ১৪ হাজার টাকা লাগে । বিঘায় পাট উৎপাদন হয় প্রায় ১০ মণ। প্রতি বিঘায় বছরে ১৬ হাজার টাকা লাভ হয়।
উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমীন সুমী বলেন,২০২২-২৩ অর্থবছরের পাটের আবাদ হয়েছিল ১৬২০ হেক্টর । ২০২৩-২৪ অর্থবছরে অর্জন হয়েছে ১৬৫০ হেক্টর । উল্লাপাড়া উপজেলায় দেশী মেস্তা কেনাফ জাতের পাটের চাষাবাদ হয়। প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ২৯০ জন চাষীকে পাটের প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রতি জন কৃষক প্রতি বিঘা চাষাবাদের জন্য এক কেজি করে বীজ সহায়তা দেয়া হয়। যেহেতু বর্তমানে বাজার মূল্য অধিক হওয়ায় পাট চাষের প্রতি কৃষকদের আগ্রহ বেশী হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়ার পক্ষ থেকে চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত কৃষকদের পাশে থেকে কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে।