সদরসিরাজগঞ্জ

মরহুম আলী আকবর খান স্মৃতি পাঠাগারে বই ও আলমারী দান করল প্রাক্তন শিক্ষার্থী

সিরাজগঞ্জ পৌরসভার নতুন ভাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত মরহুম আলী আকবর খান স্মৃতি পাঠাগারে দুটি বইয়ের আলমারী ও ১৩০টি বই দান করল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, সময়ের কারুকাজ পত্রিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম খান।

গতকাল রোববার, ৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজমুন নাহার এর হাতে ১৩০টি বই ও দুটি বইয়ের আলমারীর চাবি তুলে দেন আমিরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান  ফসি, সাবেক কাউন্সিলর এস.এম. শাহাদত হোসেন, জেলা হিসাব রক্ষণ দফতরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, গ্রামের মুরুব্বী আব্দুল আজিজ খান, মো. রফিকুল ইসলাম কবির ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গ্রামের গণমান্য ব্যক্তিগন। উল্লেখ্য, অগ্রনী ব্যাংকের সাবেক ডিজিএম আমিরুল ইসলাম খান মুকুল গ্রামের সাবেক মুরুব্বী মরহুম আলী আকবর খান এর জ্যেষ্ঠ পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button