সিরাজগঞ্জ শহরে প্রতিষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারে দুদিনব্যাপি মার্ট পাঠাগার ওরিয়েন্টেশন শেষ হলো। ১৮ ও ১৯ জুন, দুদিনের এই প্রশিক্ষণ পরিচালনা করেন আলোর ফেরির ইকবাল হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পাঠাগার এর পাঠাগার সহকারী আতিয়া মিতু, পলি হেলাল। এছাড়া পাঠাগারের স্বেচ্ছাসেবক, পাঠকগনও অংশগ্রহণ করেন।
পাঠাগার এর সভাপতি, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন বলেন একজন পাঠক নিজ হাতে থাকা এ্যাডড্রয়েট মোবাইলে পাঠাগার এর বই খুঁজে বের করতে পারবেন, বই কোড ও সদস্য কোড ব্যবহার করে ঘরে, কর্মস্থলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বইয়ের চাহিদা প্রেরণ করতে পারবেন। এছাড়া গ্রন্থাগার পরিচালনায় বই সংরক্ষণ, হিসাব সংরক্ষণ, পরিচয় পত্রসহ নানাবিধ সেবা পরিচালনা কর যাবে।