সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে তৃষ্ণার্থদের ঠান্ডা পানি বিতরণ

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে মাঝারি তাপপ্রবাহে জনজীবন রীতিমতো অতিষ্ট হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতাও বাড়তে থাকে। মাঝারি তাপপ্রবাহে কারণে রিকসা, ভ্যান চালক, দিন মজুর ও খেটে খাওয়া মানুষ বেশি ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। এর মধ্যে দিন মুজুররা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। রিকসাওয়ালা ভ্যান চালক এমনকি পথচারিদের পাশাপাশি তীব্র দাবদাহে প্রানীকুলও ব্যাকুল হয়ে পরেছে। একটু সুপেয় ঠান্ডা পানি পানের জন্য পথচারিরা ভিড় জমাচ্ছে টিউবওয়েল  বা চায়ের দোকানে।

মানুষের এই দুর্দশা দূরিকরণের জন্য সিরাজগঞ্জ শহরে এস এস রোডে বিতরণ করা হচ্ছে ঠান্ডা সুপেয় পানি। জানা যায়, গতকাল শনিবার, সকালে বীর মুক্তিযোদ্ধা অরুণ ফাউন্ডেশনের উদ্দ্যোগে এ আয়োজনের উদ্বোধন করেন সাবেক জেলা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার সিএনসি, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু। বরফ মিশ্রিত মাটির কলসিতে এই ঠান্ডা পানি পান করার জন্য রিক্সা ভ্যান চালক সহ যাত্রীদেরও ব্যপক ভীড় পরিলক্ষিত হয়। এই পানি বিতরণ তীব্র গরম থাকাকালিন সময় পর্যন্ত (সকাল থেকে সন্ধ্যা) বিতরণ করা হবে বলে জানান, অরুণ ফাউন্ডেশনের অন্যতম নেতা মনজুরুল আলম রুবেল, প্রদীপ কুমার সাহা প্রমুখ। আরও জানান, শহরের বিভিন্ন রোডে এই পানি বিতরণের আয়োজন করা হয়েছে।

এসময় বিশিষ্ট আইনজীবি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস বলেন, তৃষ্ণার্থ মানুষের মাঝে  এই ঠান্ডা পানি বিতরণ সত্যি প্রশংসার দাবিদার । উল্লেখ্য খেটে খাওয়া মানুষ গুলো জীবন জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অনেক পথচারী ছাতা মাথায় দিয়ে চলাচল করছেন। রাস্তায় রিক্সা, ভ্যান চলাচল করলেও প্রচন্ড গরমের কারণে ভাড়া হাকছেন দ্বিগুন। এতে করে স্কুল, কলেজগামী শিক্ষার্থী সহ সর্বশ্রেণীর মানুষ পড়েছে বিপাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button