সিরাজগঞ্জে তিব্র তাপদাহের মধ্যে কঠোর পরিশ্রম করা হতদরিদ্র রিকশাচালক, মটরশ্রমিক ও পথচারিদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সখিনা লাম ট্রান্সপোর্ট এর সৌজন্যে ও মোতাহার কল্যাণ ট্রাস্টের আয়োজনে পৌর শহরের বাজার স্টেশন এলাকায় পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ- (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার এর ছেলে ফিরোজ তালুকদার, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগ নেতা মুসা সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা। উল্লেখ্য, সখিনা মোতাহার ট্রাস্টের পক্ষ থেকে শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে তাপপ্রবাহ না কমা অবধি।