প্রতিদিন প্রতিবেদক: সারাদেশে তীব্র তাপদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। এরকম অসহনীয় পরিবেশে প্রচন্ড রোদ ও তাপদাহকে উপেক্ষা করে ভ্রমনরত বাস যাত্রী ও পথচারীদের বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শিশুদের জন্য জুস নিয়ে পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম হোসেন তালুকদার লাবু।
সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান গত তিন দিন ধরে জেলার মহাসড়কে চলমান তৃষ্ণার্ত পরিবহন যাত্রী, শ্রমিক, নারী পুরুষ, শিশুদের মাঝে বিতরণ করলেন সুপেয় পানি, খাবার স্যালাইন ও শিশুদের জন্য জুস বিতরণ করেন। চলমান তাপদাহ থেকে রক্ষায় তার নেতৃত্বে জেলা পরিষদের উদ্যোগে তিন দিনে বিনামূল্যে ১৫ হাজার বোতল বিশুদ্ধ থাবার পানি, খাবার স্যালাইন ও শিশুদের জন্য জুস বিতরণ করেন। তার এ মহতী উদ্যোগের পাশে ছিলেন লাবু তালুকদারের সহধর্মীনি সিরাজগঞ্জ সদর- কামারখন্দ এর নির্বাচিত এমপি ড. জান্নাত আরা হেনরী।
গত রোব, সোম ও মঙ্গলবার, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ৩ দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গেল চত্ত্বর এলাকায় উত্তরাঞ্চলের মহাসড়কে চলমান ১৬ জেলার বাস, ট্রাক এর নারীপুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী যাত্রী ও শ্রমিকদের হাতে এসব সামগ্রী বিতরণ কার্যক্রম সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়। বিতরনের সময় দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন প্রতিনিধিকে জেলা পরিষদ চেয়ারম্যান প্রত্যয় ব্যক্ত করে বলেন, তার সময়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ জনস্বার্থে সকল উদ্যোগ গ্রহণ করবে। বিতরণ কাজে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদস্য একরামুল হক, সদস্য নার্গিস খাতুন। পৌর প্যানেল মেয়র রিয়াদ রহমান, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মনোয়ার হোসেন জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী মশিউল কবির শিপলু, মোয়াজ্জেম হোসেন। এছাড়াও জেলা পরিষদেও কর্মকর্তা ও কর্মচারী ও লাম এন্টারপ্রাইজের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত থেকে বিতরণ কাজ সুষ্ঠভাবে পরিচালনায় সহায়তা করেন। বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মকর্তা ও থানায় কর্মরত পুলিশ সদস্যগন।