সদরসিরাজগঞ্জ

যমুনার বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে ফসলি জমি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি টানা আট দিন ধরে বেড়েই চলেছে। ইতিমধ্যে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে চরাঞ্চলের কৃষকদের মাঝে।

শনিবার (১২ অক্টোবর) সকালে শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬৬ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ২৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। ৫ অক্টোবর থেকে গত আট দিনে এক দশমিক ৪২ মিটার অর্থাৎ প্রায় পৌনে ৫ ফুট পানি বেড়েছে।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩৬ মিটার। ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪৪ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে ৫ অক্টোবর থেকে গত আট দিনে ১ দশমিক ৪৮ মিটার অর্থাৎ প্রায় ৫ ফুট পানি বেড়েছে।

অসময়ে যমুনায় পানি বৃদ্ধির ফলে অকাল বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে চরাঞ্চলের কৃষকদের মাঝে। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের আব্দুল্লাহসহ বেশ কয়েক কৃষক জানান, টানা আট দিন ধরে যমুনায় পানি বাড়ার ফলে নিচু জমিগুলো তলিয়ে গেছে। ইতিমধ্যে এসব জমিতে রোপা আমন, কালাই ও বাদাম তলিয়ে গেছে। এছাড়াও সদ্য বোনা শীতকালীন সবজি ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, টানা বর্ষণের কারণে বেশ কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে। আরও দুই একদিন বাড়তে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button