রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জের অধিকাংশ টিউবওয়ালে উঠছে না পানি; জনজীবন বিপর্যস্ত

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের অধিকাংশ টিউবওয়ালে উঠছে না পানি। এতে করে দেখা দিয়েছে সূপেয় পানির তীব্র সংকট। এমনিতে গত কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল মানুষ। তার সঙ্গে যোগ হয়েছে সূপেয় পানির তীব্র সংকট। যেখানে দুই চাপ দিলেই একটা মগ পুরো হওয়ার কথা, সেখানে দশ চাপ দিয়েও পুরো করা যাচ্ছে না একটা মগ। সব মিলিয়ে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। বর্তমানে অন্যান্য ইউনিয়নে বিশেষ করে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের অধিকাংশ টিউবওয়ালে উঠছে না সূপেয় পানি। এতে করে সূপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণত চৈত্র-বৈশাখ মাসে এমন সমস্যা হয়ে থাকে। এ সময় পানির স্তর অনেক নিচে নেমে যায়। আর তাছাড়া সাধারনত চৈত্র-বৈশাখ মাসে এমন সমস্যা অস্বাভাবিক কিছু নয়। বর্ষা মৌসুম এলে এ সমস্যা কেটে যাবে বলে মনে করেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button