চৌহালীসিরাজগঞ্জ

নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে গেল দন্ডপ্রাপ্ত আসামি

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বাছেদ আলীকে (২০) কারাগারে নেওয়ার পথে পালিয়ে গেছেন। পলাতক বাছেদ আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বাছেদ আলীসহ কারাদণ্ডপ্রাপ্ত ২২ আসামিকে নৌকায় করে চৌহালী থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে তিনি নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ জানান, মঙ্গলবার রাতভর উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন। এ সময় ২২ জন জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়। তিনি আরও জানান, বুধবার সকালে বাছেদ আলীসহ ২২ জন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এরপর সাজাপ্রাপ্ত জেলেদের নৌকায় করে কারাগারে নেওয়া হচ্ছিল। টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়ায় এলাকায় পৌঁছলে সাজাপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে ধরতে ধাওয়া করে। এখন পর্যন্ত ধরা সম্ভব হয়নি তবে তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

যদি পালিয়ে যাওয়া আসামি বাছেদ আলীকে ধরতে না পারি তাহলে তার বিরুদ্ধে নতুন করে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button