শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পিএম পলাশের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান অনুমোদিত সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মনির খান সংসদ, মনির খান ফ্রান্স ক্লাব২৪ ও মনির খান সংঘ আয়োজিত সংগীত প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে পুরস্কার অর্জন করা শাহজাদপুরের কন্ঠশিল্পী পিএম পলাশকে সবংর্ধনা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার, ১৮ অক্টোবর, রাতে শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদ আয়োজিত সবংর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসঠনের সভাপতি মো. মেজবাহ রানা। অনুষ্ঠান ভার্চুয়াল উদ্বোধন করেন কন্ঠশিল্পী মনির খান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারী অধ্যাপক মো. আসমত আলী, উপজেলার জামিরতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আনিসুজ্জামান, বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পী মো. আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে পিএম পলাশসহ সম্মিলিত শিল্পী পরিষদের কন্ঠশিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।