সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপকভাবে ফসলি জমি অবৈধভাবে পুকুর খনন ও ড্রাম ট্রাকে মাটি ভরাট করে পরিবহন করার অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রামমাণ আদালত। এদের মধ্যে ৩ জনকে ৩ মাস ও অন্য ০১জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়। সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়।
গত বুধবার, ২৯ মার্চ, দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। সাজা প্রাপ্তরা হলেন পাবনা জেলার কাশিনাথপুর উপজেলার আমিনপুর গ্রামের মো. রাতুল প্রামাণিক (২১), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছী গ্রামের ]মো. হাসিবুল ইসলাম (২১), মো. সাগর হোসেন (২১) এবং তাড়াশ উপজেলার সাকুয়াদিঘি গ্রামের হযরত আলী (৪৫)।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মেজবাউল করিম বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করে ও ড্রাম ট্রাকে মাটি পরিবহন করার দায়ে তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।