স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূ নজিরন বেগম-কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। সোমবার, ৩১ অক্টোবর, দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।
আদালত সূত্রে জানাযায়,শাশুড়ি আমেনা বেগম-কে হত্যা মামলায় সলঙ্গার গুদারচড় এলাকার মৃত শাকের প্রামানিক এর মেয়ে নজিরন বেগম (৩৯) কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।
ঘটনার বিবরনী থেকে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র শাহ আলমের সাথে আসামি নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজিরন বেগমের সাথে শাশুড়ি আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময় নজিরন বেগম শাশুড়ি আমেনা বেগমের সাথে ঝগড়াতে লিপ্ত হয়। গত ২০০৯ সালের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে সারাদিন নজিরণ বেগম শাশুড়ি আমেনা বেগমের ঝগড়ায় লিপ্ত থাকে। ওইদিন সন্ধ্যায় নজিরন বেগমের শ্বশুর পার্শ্ববর্তী বাজারে যায়। সে সময় বাসায় শাশুড়ি ও পুত্রবধু ছাড়া কেউ ছিল না। সেই সুযোগে নজিরন বেগম তার শাশুড়ি-কে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে আমেনা বেগমের স্বামী সাকাওয়াত হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ১৫ জনের সাক্ষী উপস্থাপনে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ অদ্য রায় ঘোষণা করে আসামি নজিরণ বেগমকে কারাগারে প্রেরণ করেন। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন পি.পি. আব্দুর রহমান ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শওকত আলী সেলিম।