প্রতিদিন প্রতিবেদক : রাজধানী ঢাকায় ‘বেসরকারি গ্রন্থাগারসমূহ’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল অভিন্ন বই পাঠ কর্মসূচি ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি ইসমাইল হোসেন এর হাতে পুরস্কার তুলে দেন মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দিন কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য, সিমিন হোসেন রিমি এমপি।
গত শনিবার, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারসহ ধারাবাহিক পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী ৫২টি পাঠাগার প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর এবং ‘অভিন্ন বই পাঠ কর্মসূচির প্রধান সমন্বয়ক দনিয়া পাঠাগারের সভাপতি শাহনেওয়াজ।
উল্লেখ্য, এ বছরের ১৩ সেপ্টেম্বরে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বইপাঠ কার্যক্রমের সূচনা হয়। অক্টোবর মাস জুড়ে পাঠাগার/গ্রন্থাগারগুলোর নির্বাচিত পাঠকদের অংশগ্রহণে বইপাঠ কার্যক্রমের মাধ্যমে ম্ল্যূায়ন এবং নির্বাচিত পাঠক বাছাই সম্পন্ন হয়।
ধারাবাহিক পাঠ কার্যক্রমে কবি, সাংবাদিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর লিখিত ‘এক অনন্য পিতা পুত্রীর গল্প’ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির, ‘মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধা’ নবম থেকে দ্বাদশ শ্রেণির এবং নির্বাচিত কবিতা ‘বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য’ বইটি কলেজ পর্যায়ের পাঠকদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়।