কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনউ ও পুরস্কার বিতরণ করা হয়।
গত সোমবার, ১৬ জানুয়ারি, বিকেল ৪ টার দিকে উপজেলার হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার করেন সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা সেলিম প্রমুখ।