জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বিশিষ্ট লেখক ও সম্পাদক শেখ হাসিনা’র লেখা ‘বেদনায় ভয় দিন’ ও ‘আমাদের ছোট রাসেল সোনা’ গ্রন্থপাঠ কার্যক্রমে অংশনেয় বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার। পাঠাগারের পাঠক সদস্য কিবরিয়া সিদ্দিক উচ্চ মাধ্যমিক ও তদুর্দ্ধ পর্যায়ে ও জয়ী বিশ^াস মাধ্যমিক বিভাগে কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বই ও সনদপত্র পুরস্কার পায়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই প্রতিযোগিতায় সিরাজগঞ্জ থেকে মাহবুবুল হক পাঠাগারের ২৬ জন পাঠক সদস্য দুটি বিভাগে অংশ নেয়। স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের উপস্থাপনা মানদন্ডে কিবরিয়া সিদ্দিক, উচ্চ মাধ্যমিক ও তদুর্দ্ধ পর্যায়ে ও জয়ী বিশ^াস মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়ে কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহন করেন।
সম্প্রতি ঢাকায় দেশ সেরা ৩০টি পাঠাগার এর ৬০ জন প্রতিযোগী কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহন করেন। এপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর প্রতিযোগী কিবরিয়া সিদ্দিক, সংস্কৃতি সচিব খলিল আহমেদ, জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক কবি মিনার মনসুর, বিশিষ্ট কথাসাহিত্যিক ও চিকিৎসক ডা. মোহিত কামাল ও বরণ্য অভিনেত্রী সারা যাকের এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রতিযোগী জয়ী বিশ^াস পারিবারিক অনুষ্ঠানের কারণে অনুপস্থিত থাকায় পাঠাগার সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন প্রতিযোগী জয়ী বিশ^াস এর পুরস্কার গ্রহণ করেন। ]গতকাল শনিবার, ২৪ ডিসেম্বর, সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব ভবনের দোতলায় অবস্থিত পাঠাগার কক্ষে জয়ী বিশ^াস এর হাতে তার সনদপত্র ও বই পুরস্কার তুলেন দেন পাঠাগার সভাপতি। এসময় উপস্থিত ছিলেন জয়ী বিশ^াস, তার মা রাখী সাহা, ছোট বোন পরী বিশ^াস ও পাঠাগার সদস্যগন।