কাজীপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করা তিন প্রসূতিকে পুরস্কৃত করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) তোফাজ্জল হোসেন প্রসূতিদের হাতে পুরস্কার তুলে দেন।
জানা গেছে, ওই দিন বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম-মৃত্যুর নিবন্ধন বিষয়ক একটি কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন। কর্মশালা শেষে হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম দেয়া প্রসূতিদের খোঁজ খবর নেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে নিরাপদে সন্তান জন্ম দেয়া ওই তিন প্রসূতিকে পুরস্কৃত করেন তিনি।
ওই প্রসূতিরা উপজেলার পানাগারি চরের মোহসিনা আক্তার, জজিড়া চরের বেবি নাজনিন ও সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের ঝুমা খাতুন।
উপপরিচালক তোফাজ্জল হোসেন বলেন, চরাঞ্চল ও সদর থেকে ওই তিন মা সন্তান জন্ম দিতে কাজীপুর উপজেলা সদরের হাসপাতালে আসেন। পাশাপাশি চরাঞ্চলের দুইজন যমুনা পাড়ি দিয়ে আসেন। তাঁরা স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিয়েছেন। ওই নবজাতকদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা আমি আজকেই করেছি।
এসময় উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভিন পারুল, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকারিয়া খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা, সমাজ সেবা কর্মকর্তা আলাউদ্দিন প্রমুখ।