সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশ মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। এসময় ৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ বাদশা শেখ (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটক বাদশা উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত রমজান শেখের ছেলে। বুধবার (১৮ মে) রাতে উপজেলার হালুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করছে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, হালুয়াকান্দি এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ বাদশা শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।