স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জবাসীর যে ভালবাসা পেয়েছি তা কখনোই ভুলবো না। ভালো কাজের মূল্য সবসময়ই পাওয়া যায়। শনিবার (২০ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিরাজগঞ্জের পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে একথা বলেন (অতিরিক্ত ডিআইজি), পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। পুলিশ সুপার এসময় আরও বলেন, সিরাজগঞ্জে প্রায় ৩ বছর দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি দায়িত্ব সঠিকভাবে পালন করার। এজন্য ব্যবসায়ী ও অন্যান্য সকল মহলের সমর্থন পেয়েছি। সিরাজগঞ্জে সিসি টিভি ক্যামেরা স্থাপনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সিরাজগঞ্জবাসীর সহযোগিতার জন্যই শহরে ১০০ সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে পেরেছি। ফলে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। যারা এ কাজে সহযোগিতা করেছেন তারা নিশ্চয়ই সৃষ্টি কর্তার কাছেও পুরস্কার পাবেন।
সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর বিদায়ী (পদোন্নতিপ্রাপ্ত হয়ে বদলি জনিত) সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু ইউসুফ সূর্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসহাক আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আব্দুল হাকিম, চেম্বার পরিচালক ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক হীরক গুন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ চেম্বার এর প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য বলেন, বিদায়ী পুলিশ সুপার হাসিবুল আলম সিরাজগঞ্জের মানুষের কল্যাণে কাজ করেছেন তার জন্য সিরাজগঞ্জবাসী তাকে চিরদিন মনে রাখবে। পরে বিদায়ী পুলিশ সুপারকে ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন চেম্বার সভাপতি ও অন্যান্য কর্মকর্তাগন।প্রদান করা হয়।