চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। গত বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, আমাদের জনগনকে কম খরচের ভিতর দিয়ে কিভাবে পুষ্টিগুনকে সমন্বিত রাখতে পারি তা তুলে ধরে তিনি বলেন একজন সাধারণ দিনমজুর কিংবা গরিব মানুষ সবসময় মাছ, মাংস, ডিম, দুধ কিনে খেতে পারেনা। তাই তাদের জন্য পুষ্টগুন ঠিক রাখতে অবশ্যই পুষ্ট সমৃদ্ধ খাবার প্রয়োজন। এ ব্যাপার সচেতনমূলক তথ্য দিয়ে সহযোগিতা করাই মুলত লক্ষ। যেমন বেশী বেশী শাক সবজির ভিতর ভিটামিন এবং ম্যানারেল আছে, ডাউলের ভিতর ক্লাস-১ প্রোটিন আছে। এছাড়া কলা, ডিম, তেল আমাদের পুষ্টির চাহিদা পুর্ণ করে থাকে।

বর্তমান তাপদাহ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সময় তাপদাহে শরীরে ঘাম ঝরায় ফ্লোড লস হয়। যা পুরনের জন্য ওরস্যালাইন, ডাবের পানি, নরমাল পানি বার বার খাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ¯িহত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, মেডিকেল অফিসার গাইনি ডা. আছমা ফেরদৌসী, শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তাপস চন্দ্র সাহা সহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button