সিরাজগঞ্জ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক নির্বাচিত হলেন আব্দুল ওয়াহাব

সিরাজগঞ্জের পুস্তক ব্যবসায়ী হিসেবে পরিচিত মুখ আব্দুল ওয়াহাব এবছর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হলেন। আব্দুল ওয়াহাব পুস্তক প্রকাশক সমিতির একমাত্র পরিচালক মনোনীত হলেন যিনি একজন প্রকাশক নন।  একজন পুস্তক বিক্রেতা। মফস্বলের একজন পুস্তক বিক্রেতা হিসেবে দেশব্যাপী নিজ কর্মগুণে সুনাম অর্জনের মাধ্যমে তিনি এপদে মনোনীত হলেন। আবদুল ওয়াহাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৩৫ জন পরিচালকের মধ্যে অন্যতম পরিচালক মনোনীত হলেন।

আব্দুল ওয়াহাব জন্ম গ্রহণ করেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। বড় ভাই অধ্যাপক লুংফর রহমান শিক্ষকতা করতেন সিরাজগঞ্জ কলেজে। পাশাপাশি প্রতিষ্ঠা করেন শহরের বাহিরগোলা সড়কে শিরীন বইঘর নামে বইয়ের দোকান। বড় ভায়ের সূত্রে সিরাজগঞ্জ শহরে বসবাস শুরু করেন তিনি। শৈশব থেকে বেড়ে উঠেন উত্তরের শহর সিরাজগঞ্জে।

লেখা পড়ার পাশাপাশি বড় ভায়ের বইয়ের দোকানে সময় দিতে দিতেই এক সময়ে একসময়ে তিনি বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বইয়ের প্রতি ভালোবাসা থেকেই শিক্ষা শেষে তিনি আর চাকরি খুঁজতে যাননি। চেষ্টা করেননি অন্য কোন মাধ্যমে জীবিকা নির্বাহের।

একসময় নিজেই প্রতিষ্ঠা করেন বই নিকেতন নামের বইয়ের দোকান। সে ১৯৯০ সালের কথা। সেই যে শুরু আজ অবধি জেলা শহরের বই নিকেতন জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে প্রাতিষ্ঠানিক ও অপ্রাষ্ঠানিক বইপড়ুয়াদের মাঝে।

সাধারণ বেশের ওয়াহাব পরিচিত ছোট বড় সকলের কাছেই প্রিয়। প্রিয় পুস্তক ব্যবসায়ীদের। যে কারনে নিজের অমত থাকলেও তরুন বয়সে ১৯৮৫ সালে জেলা পুস্তক ব্যবসায়ীরা সর্বসম্মত সিদ্ধান্তে তাকে দায়িত্ব দেন জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। 

সেই থেকে আজ অবধি দীর্ঘ ৩২ বছরে ১৪ বার তিনি জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়াও ৯০ দশকে তাকে পালন করতে হয় সমিতির রাজশাহী বিভাগীয় শাখার অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব।

দীর্ঘ সময়ে তিনি সমিতির দায়িত্ব পালনে ছিলেন আন্তরিক। ছিলেন নিষ্ঠাবান। যার ফলশ্রুতিতেই তিনি নজরে পড়েন কেন্দ্রীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির। ফলে এবছর আব্দুল ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক (ই.সি. সদস্য) হিসেবে।

্একজন প্রকাশক না হলেও প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব মফস্বলের এই পুস্তক ব্যবসায়ী  আব্দুল ওয়াহাবকে তার অভিজ্ঞতা ও সততার প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৫ জন পরিচালকের একজন হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করলেন। আব্দুল ওয়াহাবের এই সম্মাননা মফস্বলের পুস্তক ব্যবসায়ীদের সম্মাননা ।

আব্দুল ওয়াহাব জেলা শহরে পুস্তক ব্যবসার বাইরে একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক। তিনি সিরাজগঞ্জ মোহামেডান স্পোটিং ক্লাব এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সামাজিক কাজেও তিনি অগ্রনি। তার প্রচেষ্টায়ই সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত হয় আঞ্জুমানে মফিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button