রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন বাড়ির আঙ্গিনায় পেঁপেঁর বাগান করে স্বাবলম্বী হচ্ছে অনেক পরিবার। একটু জায়গাও খালি রাখা যাবে না, প্রধানমন্ত্রীর এমন কথা শুনে বিগত কয়েক বছর ধরেই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন বাড়ির আঙ্গিনায় গড়ে তোলা হচ্ছে দৃস্টিনন্দন পেঁপেঁর বাগান। উপজেলার চঁকনুর গ্রামের মো. সামিদুল ইসলাম জানান, বাড়ির আঙ্গিনায় বেগুন, লাউ ও মিস্টি কুমড়ার পাশাপাশি পেঁপেঁ চাষ করে মেটাচ্ছেন নিজেদের চাহিদা। পাশাপাশি উৎপাদিত সবজিগুলো বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে আর্থিক ভাবেই লাভবান হচ্ছেন সামিদুলের মতো অনেক পরিবার। তাছাড়া একজনের দেখাদেখি অন্যজনও বাড়ির আঙ্গিনায় পেঁপেঁ চাষ করছেন। স্হানীয়রা জানান, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সারবিক সহযোগিতায় বিগত কয়েক বছর ধরেই বাড়ির আঙ্গিনায় সবজিসহ পেঁপেঁ চাষ করে সফলতাও পেয়েছেন অনেক কৃষক। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আরেক কৃষক জানান, অন্যান্যদের মতো আমিও বাড়ির আঙ্গিনায় পেঁপে সহ বিভিন্ন সবজির আবাদ করেছি। একদিকে নিজেরা খাচ্ছি, অন্যদিকে আত্নীয়-স্বজনকেও দিচ্ছি। আবার অবশিষ্ট কিছু সবজি বাজারেও বিক্রি করছি। এদিকে বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে পেঁপেঁ চাষ করে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন বলে জানান উপজেলার গোঁতগাতী গ্রামের আরেক কৃষক মো. নজরুল ইসলাম।
পরবর্তী দেখুন
1 day ago
এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
1 day ago
সাবেক এমপি চয়ন ইসলাম স্ত্রী সহ কারাগারে
1 day ago
অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো রাজ কামাল এর ‘দ্যা মাস্ক’ গ্রন্থ
2 days ago
সিরাজগঞ্জে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
2 days ago
এনডিপি-সিআরইএ প্রকল্পের জেন্ডার ইকুয়্যালিটি এন্ড ক্লাইমেট এ্যালায়েন্স এর ত্রৈমাসিক সভা
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close