সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদরে পোনামাছ অবমুক্ত করলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক

নিরাপদ মাছে ভরাবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৯আগস্ট, শনিবার দুপুর ১২ টায় সিরাজগঞ্জ সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকতার কার্যালয়ের আয়োজনে ২৩-২৪-অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধাঁনক্ষেত/প্লাবনভুমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয় সদর উপজেলা পুকুরে। পোনামাছ অবমুক্তের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন জাতীয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.খন্দকার মাহবুবুর রহমান

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকতা শাহীনুর রহমান, সহকারী সিনিয়র মৎস্য কর্মকতা মো. আমজাদ হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক টি এম মাইনুল ইসলাম, কাওয়াখোলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি,জেলা পরিষদের সদস্য একরামুল হক, হোসেনপুর ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর ছাএলীগের সহসভাপতি মো. আলমগীর হোসেন, পৌর ছাএলীগের দপ্তর সম্পাদক মাউন প্রমুখ। মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের প্রায় ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button