সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা

দ্বিতীয় পর্বে বিজয়ী সবুজ কানন স্কুল ও আশরাফুল মডেল স্কুল

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ঐকান্তিক প্রচেষ্টায় ও ভালোবাসার মেধা বিকাশ ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্য সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২০২২ এর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য বিষয় ছিলো – ” জনসচেতনতাই পরিচ্ছন্ন শহর গড়ার একমাত্র উপায় “।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে ও জিআইজেড এর সহযোগিতায় পৌরসভার সভার হলরুমে – দ্বিতীয় পর্বে প্রতিযোগিতা য় ৯ নং দল সবুজ কানন স্কুল এন্ড কলেজ বনাম ১০ নং দল জাহানারা উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় সবুজ কানন স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। এতে সভাপতিত্ব করেন, পৌর প্যানেল মেয়র (১) মো. নূরুল হক।

বেলা সাড়ে ১১টায় ১১ নং দল আশরাফুল মডেল স্কুল বনাম ১২ নং দল জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় আশরাফুল মডেল স্কুল বিজয়ী হয়। এতে সভাপতিত্ব করেন, প্যানেল মেয়র (২) মো. রিয়াদ রহমান।

বিতর্ক প্রতিযোগিতা র বিজ্ঞ বিচারক মন্ডলী ছিলেন, রবিউল হাসান মন্ডল, জাহাঙ্গীর হেলাল তালুকদার, আব্দুস ছালাম মিয়া, আনিসুর রহমান। বিতর্ক প্রতিযোগিতা য় মডারেটেরের দায়িত্ব পালন করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম শাহ আলম।

এ সময়ে পৌরসভার পৌর কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, মেডিকেল অফিসার ডা. একে এম ফরহাদ হোসাইন, স্যানিটারী ইন্সপেক্টর কাওসার আক্তার দেওয়ান, প্রকৌশলী রবিউল কবীর, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল হান্নান খান সহ অন্যান্য পৌরকর্মকর্তাবৃন্দ, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, তাজ উদ্দিন, হাসিনা খাতুন, রুমানা রেশমা, স্বপ্না হাবিব, মিরা খাতুন, সাইফুল ইসলাম, শিপু আহমেদ, এবং অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ পৌরসভার শুধু অবকাঠামো গত উন্নয়ন করে না মানুষের মানবিক উন্নয়ন, দেশ জাতির কল্যানের জন্য, সুশিক্ষিত পাশাপাশি সাহিত্য -সংস্কৃতির, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে নতুন প্রজন্মদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এ জন্য ধন্যবাদ জানাই।

উল্লেখ্য গত ১২ অক্টোবর পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এতে পৌরএলাকার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। ১৫ দিনব্যাপি পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button