সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা

সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২২ এর ৭ ও ৮ দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ অক্টোবর) সকাল দশটায় সিরাজগঞ্জ পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল – মোবাইল ফোনের অপব্যবহারে তরুণ সমাজ বিপথগামী। প্রতিযোগিতার প্রথম পর্বের ৭নং দলে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ বনাম পাঠশালা অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সকাল সাড়ে ১১ টায় দ্বিতীয় পর্বে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম দারুল ইসলাম একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকমন্ডলী রায়ে প্রথম পর্বে বিজয়ী হয় পাঠশালা স্কুল অ্যান্ড কলেজ এবং দ্বিতীয় পর্বে বিজয়ি হয় দারুল ইসলাম একাডেমী উচ্চ বিদ্যালয়।  বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র (১) নুরুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(৩) মোছা. শিখা খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস ছালাম মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা,  স্যানিটারি ইন্সপেক্টর কাওসার আক্তার দেওয়ান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটেরের দায়িত্ব পালন করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা  এস. এম. শাহ আলম। এসময়ে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী রবিউল কবীর, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল হান্নান খান সহ অন্যান্য কর্মকর্তাকাউন্সিলরবৃন্দ, পৌরকর্মকর্তাবৃন্দ। 
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ পৌরসভার শুধু অবকাঠামো গত উন্নয়ন করে না মানুষের মানবিক উন্নয়ন, দেশ জাতির কল্যানের জন্য, সুশিক্ষিত পাশাপাশি সাহিত্য -সংস্কৃতির, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে।  বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মদের ভালও মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ বিতর্ক প্রতিযোগিতা গুরুত্ববহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button