স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ শহরের অন্যতম আবৃত্তির সংগঠন ” প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র’ নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এদিন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান করা হয়। প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের সভাপতি তাহমিনা হোসেন কলি’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও তরুণ সম্প্রদায় সিরাজগঞ্জের প্রধান পরিচালক মো. আসাদ উদ্দীন পবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং প্রেসক্লাব সিরাজগঞ্জের সভাপতি মো. হেলাল আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক অনুরাগী ও প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের উপদেষ্টা সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের উপদেষ্টা ডা. কে. এইচ. মুরাদ, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় আরও বক্তব্যে রাখেন, সংগীত শিল্পী সূর্যবারী, ইমরান মুরাদ, ইব্রাহীম হোসেন, সাংবাদিক স্বপন চন্দ্র, আবৃত্তিকার ও স্কুল শিক্ষক নাসিমা আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে একে আজাদ এর সঞ্চালনায় প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের কর্মকর্তা, সদস্যগণ এবং ছোট্টমনিরা মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।