জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচির আয়োজনে এবং সিআরপি সাভার, ঢাকা এর সহযোগিতায় সিরাজগঞ্জের “শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ শীর্ষক” আলোচনা সভা এনডিপি মাসুমপুর শাখার সভা কক্ষে ১১ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ইউনিটের উপপরিচালক ও প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান।
সভাপতিত্ব করেন এনডিপি’র সাধারন পরিষদের সদস্য এবং মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসি। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধব স্মৃতি ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট সিআরপি, মানিকগঞ্জ এর মো. মাহবুবুল ইসলাম ও সিআরপির জেলা সমন্বয়কারী মো. ফিরোজ আল মামুন। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
সভায় উপস্থিত ছিল সিরাজগঞ্জ সদর উপজেলার ৩০ জন প্রতিবন্ধী ও তাদের অভিভাবকগণ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দ্বীপ সেতুর সমন্বয়কারী এস. এম. শহিদুল ইসলাম, বিজয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা. পলি খাতুন, কেপিউইএস এর মনিটরিং অফিসার কে এম নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন ট্রেডে বিভিন্ন মেয়াদে সিআরপি সাভার হতে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ প্রদানসহ চাকরির নিশ্চিতকল্পে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার পরিপ্রেক্ষিতে অংশগ্রহনকারীদের মধ্যে থেকে অনেকেই উৎসাহিত হয়ে প্রশিক্ষণে তালিকাভুক্ত হয়েছেন। অংশগ্রহনকারীগণ বলেন এনডিপি এবং সিআরপি সাভার যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে করে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।