রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জের প্রতিবন্ধী জাকারিয়ার দরকার একটি অটোভ্যান

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের চকনুর গ্রামের প্রতিবন্ধী কলা বিক্রেতা মো. জাকারিয়া হোসেন (৩৮)। যে গাড়ীতে বসে তিনি তিন কিলোমিটার পাড়ি দিয়ে চকনুর গ্রাম থেকে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে বসে কলা বিক্রি করেন।  কিন্ত প্রতিবন্ধী জাকারিয়ার হাত ও পা থাকলেও তিনি স্বাভাবিক নন। হাত দুটি দিয়ে কিছু করতে পারলেও পা দুটি সম্পূর্ণ অকেজো। হাতের তালুতে ভর করেই কলা বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি।

অদম্য ইচ্ছা শক্তি আছে বলেই সংসার চালাতে কারও কাছে সাহায্য চাইতে হয়নি তাকে। অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। কিন্ত অন্যের ভ্যান গাড়ীতে চলাচল করতে হয় তাকে। এতে আয়ের চেয়ে ব্যায় হচ্ছে বেশি। নিজের একটা অটোভ্যান থাকলে টাকা দিয়ে অন্যের ভ্যানে উঠতে হতো না তাকে। তাছাড়া খরচও বেচে যেত প্রায় অর্ধেক। একটা অটোভ্যান গাড়ী না থাকায় ইচ্ছে থাকা স্বত্ত্বেও কলা নিয়ে সঠিক সময়ে নির্ধারিত জায়গায় যেতে পারেন না তিনি। জাকারিয়ার জীবন একটা মটর সিস্টেম হুইল চেয়ার না থাকায় থমকে দাঁড়িয়ে গেছে।

বর্তমানে উপজেলার হাটপাঙ্গাসী ভূমি অফিসের সামনে কলা বিক্রি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী জাকারিয়া হোসেন। এ বিষয়ে প্রতিবন্ধী জাকারিয়া বলেন, একটা অটোভ্যান পেলে খুব সহজেই বাজারে গিয়ে অনায়াসেই কলা বিক্রি করতে পারতাম। এভাবে অন্যের সাহায্য নিয়ে আর চলতে পারছি না। এছাড়াও সময় মত ভ্যান না পেলে ওইদিন আর কলা বিক্রি হয় না। ফলে কোনও কোনও দিন আমাদের না খেয়েও থাকতে হয়। প্রতিবন্ধী জাকারিয়ার স্ত্রী বলেন, আমি আমার স্বামীর জন্য একটা অটোভ্যান গাড়ীর জন্য দেশের বিভিন্ন সংস্থাসহ সকলের কাছে সাহায্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button