উল্লাপাড়া প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী স্বপন কুমার দাসকে অর্থিক সহায়তা দিয়েছে বন্ধু-৯৮ গ্রুপ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেংড়ি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে স্বপন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।
পরিবারের অর্থিক অনটনের কারণে তার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছিল। স্বপনের একটি পা ও একটি হাত জন্মগতভাবে অবস। লাঠি নিয়ে অতিকষ্টে চলাচল করেন তিনি।
উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ এসএসসি ব্যাচের ছাত্রদের সমন্বয়ে গঠিত ‘বন্ধু-৯৮ গ্রুপের’ সদস্যরা চাঁদা দিয়ে রোববার স্বপনের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন। এই গ্রুপের পক্ষে রানা, রাশেদ, সোহেলসহ কয়েকজন ভেংড়ি গ্রামে স্বপনের বাড়িতে গিয়ে টাকা প্রদান করেন।
স্বপন দাস তার পড়ালেখা চালিয়ে যেতে এই সহায়তার জন্য বন্ধু-৯৮ গ্রুপের সদস্যদের প্রতি কৃজ্ঞতা জানান।