স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার, ১৭ আগস্ট, সকাল ১১ টায় শহরে এস এস রোডে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহসভাপতি ইসহাক আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম স্বজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অংশ নেন। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৫ সালের এদিনে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস বোমা হামলা চালায়। সমাবেশে নেতৃবৃন্দ একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াত জোট এর দেশব্যাপী পরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরবর্তী দেখুন
4 days ago
সিরাজগঞ্জে বাবলা স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত
2 weeks ago
এনডিপি’র নির্বাহী পরিচালকের পক্ষ হতে ঈদ উপহার
3 weeks ago
দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন
3 weeks ago
উদ্যোক্তা আব্দুল মালেক এর দুগ্ধজাত পণ্যের সনদায়ন, বৈচিত্রায়ন ও তার সফলতার গল্প
3 weeks ago
উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close