কাজীপুর প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় সেরা কাকলী খাতুনকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। গত মঙ্গলবার দুপুুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে এ সংবর্ধনা প্রদান করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ ও প্রশাসন। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানি সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ রেফাজ উদ্দীন মাস্টার, মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকি প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এ বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাকলী খাতুন। সে উপজেলার মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।