সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সিরাজগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত মঙ্গলবার, ১৪ মার্চ, সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে  অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের  প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও গণিত বিভাগের প্রধান সভাপতি প্রফেসর মো. জসিম উদ্দিন সেখ এর সভাপতিত্বে সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল।

প্রতিযোগিতার শুরুতেই পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। পরে মশাল পরিভ্রমণের মধ্যে দিয়ে কপোত মুক্ত করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার ২৫ ইভেন্টে কলেজের ১৭ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর টি. এম.সোহেল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক, প্রশাসন ও শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। এজন্য  আগামী প্রজন্মের সকল শিক্ষার্থীদের সার্বিক সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তাদের শারীরিক মানসিক উৎকর্ষতা বৃদ্ধিতে পাঠ্য পুস্তকসহ প্রযুক্তি নির্ভর ক্রীড়া সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে।  এ লক্ষ্যে বিগত বছরের ন্যায় সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে ও বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সার্বিক সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করেন তিনি।

এ অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. শরীফ-উস-সাঈদ, বাংলা বিভাগের অধ্যাপক এ. এইচ. এম. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক মো. হাসেম উল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক কামরুন নাহার, সন্টু কুমার দত্ত, ইতিহাস বিভাগের অধ্যাপক টি. এম. আব্দুল কাদের, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফাহিমা সুলতানা, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াছিন আলী, রসায়ন বিভাগের বিভাগীয় অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মো. জসীম উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার নার্গিস, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুল হক,

হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক সুরাইয়া সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে তাসলিমা, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিববুল্লাহ, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম রেজাউল হকসহ সকল বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, প্রভাষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষক আব্দুর রশিদের পরিচালনায় ও সঞ্চালনায় উম্মে তাসলিমা,  সুবর্ণা লায়লা, শফিক ইসলাম এবং আব্দুল্লাহ আল মাহমুদের ধারাবর্ণনায় সকল ইভেন্টের খেলা সফল ভাবে সম্পন্ন হয়। আকর্ষণীয় খেলাধুলার মধ্যে ছিলো ১০০,২০০,৪০০ মিটারদৌড়, উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ, হাঁড়ি ভাঙা, বালিশ নিক্ষেপ, মার্বেল দৌড়, বল নিক্ষেপ সহ অন্যান্য খেলা প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করেন। এসময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের শাখার সহ সভাপতি সজীব সেখ, বিজয় হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জীবন সেখসহ সকল ছাত্রলীগের নেতৃবৃন্দরা সার্বিক সহযোগিতা করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর টি. এম.সোহেল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। এসময়ে কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারী]গণ, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, গুণীজনেরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button