সদরসিরাজগঞ্জ

জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের এক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন এবং ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার (২৯ আগষ্ট) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতা  ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ও পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ প্রেসক্লাব ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি হেলাল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ, মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস খাতুন, ফারাজ আইজ স্মৃতি পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি,প্রদীপ সাহা প্রমুখ। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন এর জেলার সমন্বয়ক মুনজুরুল আলম রুবেল।

শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই বই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বিপথগামী ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাযাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button