সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার, ২০ মে, বিকেলে মুজিব সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, উপদেষ্টা জীবন কুমার বিশ্বাস, সহ-সভাপতি ভুপালচন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক প্রদীপ রায়,সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, সুকুমার সরকার, ত্রান বিষয়ক সম্পাদক সুনীল দে, বাণিজ্য বিষয়ক সম্পাদক সমিরন ঘোষ,সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি অশোক ব্যানার্জী ,উল্লাপাড়া উপজেলা কমিটির সভাপতি প্রভাত নন্দী,সলঙ্গা থানার সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব নাগ,রায়গঞ্জ উপজেলা সাধারন সম্পাদক সুবল দাস,বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক রনি মিত্র, সিরাজগঞ্জ পৌর কমিটির সভাপতি উৎপল সাহা ও সাধারন সম্পাদক সৌরভ ঘোষ পিনু,ছাত্র যুব ঐক্য পরিষদের শুভ্র সরকার ও মহিলা ঐক্যপরিষদের আহবায়ক সঞ্চিতা মন্ডল সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ । এসময় ঐক্যবদ্ধ থেকে ধর্মীয় সংখ্যা লঘু সম্প্রদায়ের দাবী আদায়ের সংগঠন হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদকে আরও গতিশীল করার জন্য নেতাকর্মিদের প্রতি আহবান জানানো হয়। এর আগে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সিআর দত্ত,উল্লাপাড়া উপজেলা  কমিটির সহসভাপতি শ্যামল ভৌমিক সহ বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের যে সকল নেতা কর্মি প্রয়াত হয়েছেন তাদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button