ছোলায়মান আলী বাবু, শেরপুর প্রতিনিধি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, চট্টগ্রামের দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মাহবুব আলমসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার চেয়ে বগুড়া শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশ থেকে বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের উপরে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।
গত সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে দশটায় শেরপুর করতোয়া বাসস্ট্যান্ডের পাশে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট এই কর্মসূচি আহ্বান করে।
এই কর্মসূচিতে শেরপুর প্রেসক্লাব, শেরপুর উপজেলা প্রেসক্লাব শেরপুর থানা প্রেসক্লাব, ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সংবাদকর্মীরা, ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা শিক্ষক ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের ব্যক্তির ব্যবহার করা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচি চলাকালে শেরপুর পৌরসভা মেয়র মো. জানে আলম খোকা তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে দেশে সংবাদপত্রের কন্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে।
সমাবেশে বক্তব্যে শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা বলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানসহ সাংবাদিকের নামে মিথ্যা মামলায় জেলখানায় বন্দী করে বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য,সংস্কৃতি ও প্রচার সম্পাদক এ জেড হীরা। সমাবেশে আরও বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুলূ হান্নান রোকন, বিভিন্ন গণমাধ্যমকর্মী সবুজ চৌধুরী, এস আই বাবলু, রঞ্জন কুমার দে, সৌরভ অধিকারী, সনাতন সরকার প্রমুখ।